amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ল্ড ভিশন মিডিয়া কম্পিটিশনে বিশেষ সম্মাননা সনদ পেলেন বাধন কর্মকার কৃষ্ণ

বগুড়া প্রতিনিধি:
সেপ্টেম্বর ৩, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শিশুদের জীবন যাপনের অধিকার সুনিশ্চতে গৃহীত পদক্ষেপগুলিকে নীতিনির্ধারকদের দৃষ্টিগোচর করার লক্ষ্যে “ওয়ার্ল্ড ভিশন” বাংলাদেশের আয়োজনে অনুষ্টিত হলো- মিডিয়া কম্পিটিশন ২০২৩।

এ প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়ায় ১১জন ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৭ জন প্রতিবেদক কে সম্মাননা সনদ প্রদান করা হয়। ২রা সেপ্টেম্বর শনিবার দুপুরে রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত লেকশোর হোটেলের, লা ভিটা ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব মো: মনোয়ার হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদের।
এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্যরা হলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী সালাউদ্দিন লাভলু ও যোগাযোগ বিশেষজ্ঞ শাহানা হুদা রঞ্জনা।
শুরুতে ওয়ার্ল্ড ভিশনের শিশুদের মনোমুগ্ধকর নৃত্য আর শিশু ও যুব ফোরামের ছেলেমেয়েদের বিশেষ সচেতনতামূলক নাটিকা দিয়ে শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশনের উপপরিচালক মঞ্জু মারিয়া পালমা। ওয়ার্ল্ড ভিশনের সার্বিক কার্যক্রম বিস্তারিত জানান ‘মিডিয়া কম্পিটিশন ২০২৩ -এর প্রকল্প সমন্বয়ক শেখ সাইফুর রহমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্টিত মিডিয়া কম্পিটিশন সুষ্ঠু ও সফলভাবে সুসম্পন্ন করতে আয়োজন করে ব্র্যান্‌ড কার্ট বাংলাদেশ।
এসময় অনুভূতি ব্যাক্ত করে আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি শেরপুরের সন্তান বাধন কর্মকার কৃষ্ণ বলেন, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস স্যারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় দূর্বার গতিতে এগিয়ে চলছে বার্তা বিভাগ। বার্তা বিভাগের সাফল্যের অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন মিডিয়া কম্পিটিশন এ অংশগ্রহন করতে পেরে আজ আমি আনন্দিত এবং গর্বিত। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আনন্দ টিভি পরিবারের সকলের প্রতি। অশেষ কৃতজ্ঞতা ওয়ার্ল্ড ভিশনের প্রতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।