amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৩ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কবুতর ব্যবসায়ীকে মারধর: ৫জনকে আসামী করে থানায় মামলা

এম রাসেল সরকার::
জুন ৩, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লা থানার উত্তর গোয়ালবন্দে এক কবুতর ব্যবসায়ীকে অতর্কিত হামলা করে দোকান ভাংচুর এবং দোকান মালিক তরিকুল হাসানকে মারধর করে গুরুতর আহত করেছে স্থানীয় দুর্বৃত্তরা। এই ঘটনায় গত ২ জুন ফতুল্লা থানায় ৫ সন্ত্রাসীকে চিহ্নিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

লিখিত অভিযোগে জানা যায়, গত ২ জুন রাত পৌনে ৯ টায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ তরিকুল হাসানের কবুতর ব্রিডের দোকানের সামনে এলাকার কিছু বখাটে ও মাদক ব্যবসায়ীরা তারা নিজেদের মধ্যে মারামারি করছিল। এমন সময় মারামারির এক পর্যায়ে খোকা মিয়ার ছেলে শহীদ, হাজী খলিল খালাকির ছেলে সেন্টু, সন্ত্রাসী মুন্না, কাইল্যা মিলন ও বাদশা সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে দোকানে আসিয়া এলোপাথারি ভাবে দোকান ভাংচুর করতে থাকে। এ সময় দোকান মালিক তরিকুল হাসান বাধা দিলে সন্ত্রাসীরা ক্ষীপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে লোহার রড ও লাঠিসোটা দ্বারা আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্তাক্ত জখম করে এবং প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। এমন সময় গুরুতর আহত তরিকুল হাসানের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তরিকুলকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এই ঘটনায় কোন প্রকার বাড়াবাড়ি বা থানা পুলিশ করলে দোকান উঠিয়ে দেওয়া সহ জীবনে মেরে ফেলার হুমকী প্রদান করছে ছিচকে সন্ত্রাসী শহীদ, সেন্টু, মুন্না, মিলন ও বাদশা সহ স্থানীয় বখাটে মাদক ব্যবসায়ীরা। চিকিৎসা সেবা নিয়ে ভুক্তভোগী তরিকুল হাসান ফতুল্লা মডেল থানায় চিহ্নিত ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিলে কর্তব্যরত পুলিশের এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে আহত তরিকুল সহ তার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ক্ষয়-ক্ষতির আশংকা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।