amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় প্রাণের বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচ

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ১৬, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কলকাতা প্রতিনিধি:

রবীন্দ্র নজরুল ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন (বাংলাদেশ)-এর উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে দুই বাংলার সম্প্রিতি উৎসব, ‘প্রাণের বঙ্গবন্ধু’ বইয়ের মোরগ উন্মোচন, কবিতা পাঠ ও সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক ও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেব, প্রধান অতিথি ছিলেন ভারত সরকারের তথ্য মন্ত্রণালয় সাহিত্য একাডেমির আঞ্চলিক সচিব দেবেন্দ্র কুমার দেব ও দীপঙ্কর নাগ (তারা টিভি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর-রশিদ, মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, প্রবাসী বাংলার মুখের প্রযোজক ও পরিচালক এমারত হোসেন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ড. নিজামুদ্দিন আল হোসাইনী, কবি শাহীন রেজা, প্রাণের বঙ্গবন্ধু বইয়ের সম্পাদক ইমদাদুল হক তৈয়ব ও ভারত থেকে কবি ও সম্পাদক সত্যপ্রিয় মুখোপাধ্যায়, স্বপন ভট্টাচার্য ও ধীরেন শাসমল, সৌমিত বসু, ইন্দ্রজিৎ ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে দু’দেশের ৫০ জন কবি বঙ্গবন্ধুর কবিতা পাঠ করেন এবং গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।