amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কসবা সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি কৃষক আহত

এম রাসেল সরকার:
জুন ৭, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় হানাদার সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ই জুন) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

দুইদিন আগে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ। ভারতীয় বাহিনী নির্বিচারে বাংলাদেশীদের সীমান্তে হত্যা করলেও সরকার এবং বিরোধী দল কারো পক্ষ থেকে কোন প্রতিবাদ নেই। ভারতীয় সীমান্ত রক্ষ্মিবাহিনীর এই হত্যাকাণ্ড সবাই যেন চোখ বুজে মেনে নিচ্ছেন। এতে আস্কারা পেয়ে ভারতীয় বাহিনী নির্বিচারে গুলি কর বাংলাদেশীদের হত্যা করছে।

কসবা সীমান্তে বিএসএফ গুলি করে বাংলাদেশী দুই কৃষক আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ। তিনি জানিয়েছেন মঙ্গলবার বিএসএফ-এর গুলিতে আহতরা হলেন-ধ্বজনগর গ্রামের আজম আলী ভূঁইয়া (৫৫) ও ইকবাল ভূঁইয়া (৪৫)।

বিজিবি কর্মকর্তা আশিক হাসান বলেন, সকালে ওই ২ কৃষক সীমান্তের সীমারেখার পাশে গরু চড়াচ্ছিলেন। এ সময় আচমকা বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুলিবিদ্ধ ২ কৃষক এখন আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরপর বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। বিকেলে এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।