amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৫১তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস কাতার

কাতার প্রতিনিধি :
জুন ২, ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কাতারে ৫১ তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে ডিফেন্স উইং বাংলাদেশ দূতাবাস কাতার।

কাতারের রাজধানীর দোহার অভিজাত ওয়েস্টিন হোটেল গত ২৮ মে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, দোহা কাতারের প্রতিরক্ষা শাখার উদ্যোগে কাতারের কূটনৈতিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল ফায়েজ কালহা আল সামারী। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগতিক দেশ কাতারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, কূটনীতিক, ব্যবসারী, গণমাধ্যমকর্মী, কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, কাতারে অবস্থানরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দসহ প্রায় তিনশতাধিক অতিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, মহান স্বাধীনতা, সামরিক বাহিনীর গৌরবগাঁথা, উন্নয়ন, সমৃ ঐতিহ্য, দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতি উপস্থাপন করে নৃত্য ও গান পরিবেশন করেন দোহা ভিত্তিক বাংলাদেশি শিক্ষার্থী, দূতাবাসের শিশু কিশোর ও গায়কবৃন্দ। ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারসহ বিভিন্ন ধরনের খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস নভেম্বরের ২১শে নভেম্বর। গত ২০২২ সালের নভেম্বর মাসে কাতারে বিশ্বকাপ ফুটবলের আয়োজন চলাকালে সাড়ম্বর অনুষ্ঠান আয়োজনে স্বাগতিক দেশের পক্ষ থেকে বিধি-নিষেধ থাকায় যথা সময়ে সশস্ত্র বাহিনী দিবস আয়োজন করা সম্ভব হয়নি।

এ অনুষ্ঠানের মাধ্যমে কাতারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরো উন্নত হবে বলে প্রতীয়মান।

রাষ্ট্রদূত মো : নজরুল ইসলাম ও তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ঐতিহাসিক নেতৃত্ব, বাংলাদেশের স্বাধীনতায় তাঁর অবদান এবং বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য গভীর শ্রদ্ধা জানান। তিনি বন্ধুত্বপূর্ণ দেশ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে শক্তিশালী সমর্থন যুগিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে এবং একটি সমৃদ্ধ ও জলবায়ু সহনশীল বা দ্বীপে রূপান্তর করতে বাংলাদেশ সরকারের ভিশন তুলে ধরেন।

কাতারে প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য রাষ্ট্রদূত কাতারের মহামহিম আমির এবং কাতার সরকারকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র নীতির ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি ‘সবার সাথে বন্ধুত্ব এবং কারও সাথে বৈরিতা নয়’ বাংলাদেশকে শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল জাতিসংঘের সদস্য হিসাবে স্থান দিয়েছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

ডিফেন্স এ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলেন উন্নয়ন, কূটনীতি, ক্রীড়া, আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে কাতারের সাফল্যেরও প্রশংসা করেন। কাতার ইতোমধ্যে ক্রীড়া কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে উল্লেখ তিনি বলেন ফিফা বিশ্বকাপ আয়োজনে কাতারের প্রস্তুতির প্রশংসা করেন।

কাতারের সাথে বাংলাদেশের স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা ও খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং সহযোগিতাকে

এগিয়ে নিতে নতুন করে গুরুত্ব দেওয়া হয়েছে। কাতারের মহামহিম আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফর এবং উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া সম্ভব বলে ডিফেন্স এ্যাটাচি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের গৌরবময় ইতিহাস, এর মহান স্বাধীনতা, দৃঢ় সংকল্প ও মানুষের প্রতিশ্রুতি, সমৃদ্ধ ঐতিহ্য, দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশের বৈচিত্র্য দোহার বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে উপস্থাপন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।