amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কানে কামড় দিয়ে ছিঁড়ে নিল প্রতিপক্ষ, আহত ৫

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জুলাই ৪, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিনজনকে কামড়িয়ে আহত করেছে। এদের মধ্যে শাহিনের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেওয়ার ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে শাহিন।

শাহিন (৩৩), রিফাত (১৯) ও ফেরদৌসীকে (৫২) কামড়িয়ে আহত করে। অপর পক্ষের হাসিনা (৫০), জনি (২৪) আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে মির্জাপুর ইউনিয়নের মদনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের উত্তরপাড়া গ্রামে মৃত সোহরাওয়ার্দী হোসেনের ছেলে শাহিন হোসেনের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিপক্ষ মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগমের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগম গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহিনের বাড়ির সামনে ফেলানো ইট সরাতে বলে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে হাতা-হাতি শুরু হয়। একপর্যায়ে জনি লাঠি দিয়ে শাহিন হোসেনকে আঘাত করলে মাটিতে পড়ে গেলে হাসিনা বেগম শাহিনের কান কামড় দিয়ে ছিড়ে নেয়। তার আত্মচিৎকারে রিফাত ও ফেরদৌসী এগিয়ে গেলে রিফাতের পিঠে কামড় দেয় এবং ফেরদৌসীর হাতে কামড় দিয়ে আহত করে। পরে আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।

এ ব্যাপারে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।