০১ সেপ্টেম্বর (শুক্রবার) বাদে মাগরিব হতে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১১৮ নং পূর্ব বাকলিয়া শাখার উদ্যোগে পূর্ব বাকলিয়া কালামিয়া বাজার হাজী আমেনা খাতুন জামে মসজিদে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোহাম্মদ ইউনুস কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মান্নান আশরাফি,আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ,আলহাজ্ব মুহাম্মদ সেলিম,আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান,আলহাজ্ব মুহাম্মদ হাসান প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, ষড় রিপুর কারণে মানুষ অসৎচিন্তা ও কুকর্মে ধাবিত হয়। আল্লাহর শোকরিয়া না করে বরং আরও অধিক সম্পদ আহরণের নেশায় মানুষ অন্যায় ও অসৎ পথে অর্থ উপার্জনে মত্ত হয়ে ওঠে। আর এক্ষেত্রে শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক গাউছুল আজম প্রতিষ্ঠিত কাগতিয়া দরবারের তাওয়াজ্জুর ব্যবস্থাপনায় নূরে মুহাম্মদীর জ্যোতিতে অর্জিত হয় শোকর ও সবর। এসব গুণে গুণান্বিত মানুষেরা হয়ে ওঠে নির্লোভ, মহৎপ্রাণ এবং সর্বদা আল্লাহর দয়া ও করুণার মুখাপেক্ষি।
পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।