amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১১ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জাবি কুইজ সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা; নেতৃত্বে ফুয়াদ-সিনথিয়া

adnan
জুন ১১, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি ( জেইউকিউএস) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিফ ফুয়াদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের ও একই বিভাগের সিনথিয়া রহমান।

২৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুস্মিতা বিন্তী, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. সজল আকন্দ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফাহমিদা নূর স্মৃতি, আশিকুর রহমান বাপ্পি, মোঃ শরীফ।

এছাড়া কমিটিতে অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সিয়াম, অফিস ব্যবস্থাপনা সম্পাদক আসিফ মাহমুদ, প্রচার ও ব্র্যান্ডিং সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সংবাদ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুশফিকুর রিজন, ডিজাইন বিষয়ক সম্পাদক মারিয়া তাসনিম, তথ্য প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তাবাসসুম রিচিকা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তামান্না জাহান।

তাছাড়াও উপ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক উৎপল চক্রবর্তী ও সুমাইয়া আক্তার মিম, বিষয়বস্তু রচনা ও প্রকাশনা সম্পাদক তাজরিমা তাবাসসুম, উপ-বিষয়বস্তু রচনা ও প্রকাশনা সম্পাদক মারজিউর রহমান চৌধুরী ও সাদিকা আফরিন, দক্ষতা উন্নয়ন সম্পাদক মালিহা জামান, উপ-দক্ষতা উন্নয়ন সম্পাদক সাবেকুন নাহার সাথী, কুইজ বিষয়ক সম্পাদক তানজিনা সুলতানা কবিতা, উপ-কুইজ বিষয়ক সম্পাদক প্রিন্স রায়, ছাত্র কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, লজিস্টিকস বিষয়ক সম্পাদক মোহাইমেনুল ইসলাম নিলয়, উপ-লজিস্টিক বিষয়ক সম্পাদক হিসেবে সাজ্জাদ হোসেন ও শান্ত রায় রয়েছেন। উল্লেখ্য, “জ্ঞান-বিনিময়ে আলোকিত করি বিশ্ব” এই স্লোগানকে ধারণ করে ৬ মার্চ ২০২৩ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি ( জেইউকিউএস) এর যাত্রা শুরু হয়।

নতুন কমিটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি ওয়াসিফ ফুয়াদ। তিনি আমাদের মুক্তকণ্ঠকে জানান, “বর্তমান সময়ের প্রেক্ষিতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের পরিসর বৃদ্ধি এবং নিজেদেরকে আরো সচেতন ও গতিশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে জ্ঞান চর্চার বিকল্প নেই। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের জ্ঞানের ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে এবং চিন্তাভাবনা গুলোকে আরো কার্যকর ও সৃষ্টিশীল করার লক্ষ্যে আমি এবং “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুইজ সোস্যাইটি” কাজ করে যাবে। এছাড়া জ্ঞান অর্জনের পাশাপাশি বর্তমান সময়ের প্রতিযোগিতা পূর্ণ চাকুরির বাজারে আমাদের শিক্ষার্থীরা যেনো এগিয়ে থাকে সেদিকেও আমরা গুরুত্ব দিব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।