amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুবি’র ডিবেটিং সোসাইটির নেতৃত্বে জান্নাতুল-বাধঁন

আল মাসুম হোসেন, কুবি প্রতিনিধি:
আগস্ট ২৯, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্ক সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (সিওইউডিএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী কাউসার আহাম্মেদ বাঁধন।

মঙ্গলবার (২৯ আগস্ট ) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আল-নাইম এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমা তুজ জহুরা মিম (নৃবিজ্ঞান, ১৩ তম), সাদিয়া আফরিন (প্রত্নতত্ত্ব, ১৩তম ) ও মোঃ সোহাগ আহমেদ (বাংলা, ১৩তম)। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মুহসিন জামিল, মোহাম্মদ রোবেল ও অভিজিৎ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ সবুজ, আন্তর্জাতিক সম্পাদক আরাফাত হোসেন সামি, অনুষ্ঠান সম্পাদক সাদিয়া আফরিন মোহনা, অর্থ সম্পাদক মোঃ এনায়েত হোসেন( ফার্মেসী ১৫), দপ্তর সম্পাদক পরাগ বড়ুয়া নিলয়, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক মোফাজ্জল হোসেন মুজাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাবিব রহমান।

এছাড়াও, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর হোসাইন, কাজী মিরাজ, মোঃ আব্দুর রহমান আস সাদী(ফার্মেসী ১৫) এবং মোঃ আবিদুর রহমান।

উল্লেখ্য, উক্ত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।