amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ এপ্রিল ২০২৩

কুমিল্লার উত্তর গোপালনগর থেকে বিপুল পরিমান গাঁজা’সহ একজন গ্রেফতার

এম রাসেল সরকার::
এপ্রিল ২৯, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর গোপালনগর এলাকা থেকে ১২৯ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর গোপালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২৯ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম হলো, ভোলা জেলার সদর থানার চররমেশ গ্রামের আব্দুল মালেক এর ছেলে মোঃ আবুল কাশেম (৪৩)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ট্রাক ব্যবহার করে ভোলা, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।