amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের উদ্যোগে রোবটিক্স ও প্রোগ্রামিং ওয়ার্কশপ

আল মাসুম হোসেন, কুবি প্রতিনিধি
জুন ২৪, ২০২৩ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্কুল ও কলেজ লেভেলের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে গত ২২ই জুন রোজ বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজে একটি রোবটিক্স এবং প্রোগ্রামিং সেশন(ওয়ার্কশপ)অনুষ্ঠিত হয়৷

ওয়ার্কশপের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে একটি আইসিটি অলিম্পিয়াডের আয়োজন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ আল মাসুম কর্তৃক প্রোগ্রামিং সেশন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল নাথ কর্তৃক রোবোটিক্স সেশন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের সদ্য বিদায়ী সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শাওন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আল মাসুম,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল নাথ, ইয়াসিন আরাফাত, মাসাইদ আহমেদ, মহিউদ্দিন, জিয়াউল হক, মোজাম্মেল সহ সায়েন্স ক্লাবের অন্যান্য সদস্যরা।

ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রবল আগ্রহের দরুন প্রোগ্রামটি অনেক প্রাণবন্ত ছিল।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুহুল কবির স্যার তথ্য প্রযুক্তির বিশ্বে প্রোগ্রামিং এবং রোবোটিকস এর প্রতি গুরুত্বারোপ করেন এবং ক্যান্টনমেন্ট কলেজ সায়েন্স ক্লাবের সহযোগিতায় এমন আরো প্রোগ্রাম আয়োজনের প্রতি সম্মতি জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।