ঈদের ছুটিতে সারা বাংলাদেশে কৃষকের পাকা ধান স্বেচ্ছাসেবী হিসেবে কেটে ও মাড়াই করে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা।কেন্দ্রের নির্দেশনা অনুসারে এবার কৃষক জনু মাদবরের পাশে দাঁড়িয়েছে ডি,এম,খালী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাম্পার ফলন হলেও অর্থ ও শ্রমিক সংকটে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ডি এম খালি ইউনিয়নের দরিদ্র কৃষক জনু মাদবর। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় ডি এম খালি ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১ মে) ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির আহ্বানে সাড়া দিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেতাব মালতের নেতৃত্বে প্রান্তিক কৃষকের ৪০ শতাংশ জমির ধান বাড়িতে পৌঁছে দেন এবং ধান মাড়াই কাজে অংশ নেন নেতাকর্মীরা।
এ সময় প্রধানমন্ত্রী ও ডি এম খালি ইউনিয়ন ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষক জনু মাদবর বলেন, ‘পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম আমরা। এমন সংকটে আমাদের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডি এম খালি ইউনিয়নের ছাত্রলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দরিদ্র কৃষকদের ধান কাটা এবং বাড়িতে পৌঁছে দেয়া প্রসঙ্গে সেতাব মালত বলেন , ‘বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দাম ভাই ও সাধারণ সম্পাদক শেখ ইনান ভাইয়ের দিকনির্দেশনায় এ ধানকাটা কর্মসূচি।এরই ধারাবাহিকতায় আমরা ইউনিয়ন ছাত্রলীগ গরীব কৃষকদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছি।আমরা সকাল থেকে এই ধানকাটা কার্যক্রম শুরু করে দুপুর পর্যন্ত ৪০ শতাংশ জমির ধান কেটেছি। এবং গরিব ও অসহায় চাষিরা আমাদের সঙ্গে যোগাযোগ করলেই তাদের ধান আমরা কেটে দেবো। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
এসময় ডি এম খালি ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ধান কাটায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর সাবেক সহ-সম্পাদক আরমান মাহমুদ তুষারসহ অন্তত ৩০ জন ছাত্র লীগের নেতা কর্মী।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর সাবেক সহ-সম্পাদক আরমান মাহমুদ তুষার বলেন, মে দিবসে আমাদের এ কার্যক্রম সকল শ্রমিকদের উৎসর্গ করেছি।’
উল্লেখ্য, সারা বাংলাদেশে কৃষকের পাকা ধান কেটে দিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।তার প্রেক্ষিতেই সারা দেশে কৃষকের পাশে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা