amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১১ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে ছিনতাই ও হামলা

এম রাসেল সরকার:
জুন ১১, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টে জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল ইসলামের থাই- গ্লাসের দোকানে হামলা চালিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই ও হামলা করে ওই এলাকার শহীদুল্লাহ বাহিনী। গত ৮ জুন-২০২৩ তারিখে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রেজাউল ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিন কেরানীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ, এলাকার ভাড়াটিয়া শহিদুল্লাহর সাথে তিন চার বছর পূর্বে পরিচয় ঘটে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক রেজাউল ইসলামের। সাংবাদিক রেজাউল ইসলাম ওই এলাকার একজন থাই গ্লাস ব্যবসায়ী এবং জাজাতীয় সাংবাদিক সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক। পরিচয় সূত্রে শহিদুল্লাহ তার অফিসে থাই-গ্লাসের কাজ করিয়ে ৬,০০০/- (ছয় হাজার) টাকা বকেয়া রাখে। সাংবাদিক রেজাউল ইসলাম টাকা চাইলে দেই দিচ্ছি বলে টালবাহানা করতে থাকে। এভাবেই বছরখানেক কেটে যায়।

সাংবাদিক রেজাউল ইসলাম বলেন, আমি টাকা চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে সে কিছু অজ্ঞাত লোক নিয়ে আমার দোকানে আসে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙ্গচুর করে আমাকে মারধর করে। আমার হাতের ঘড়ি, দোকানের গ্লাস এবং বিভিন্ন মালামাল ভাঙ্গচুর করে, আমার কাছে নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ছিল। যা আমি আমার বাসায় নিয়ে যাইতেছিলাম। সেগুলো সে আমার নিকট থেকে ছিনতাই করে নিয়ে যায়।

আমাকে আরও বলে যদি আমি তার থেকে আমার টাকা চাই অথবা কোন প্রকার আইনি পদক্ষেপ নেই, তাহলে সে আমাকে গুম করে দিবে। আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। উক্ত ঘটনাবলী আমার দোকানের কর্মচারী কিছু অংশ ভিডিও করে রাখে।আশেপাশের দোকানদার গন সকলেই এই ঘটনার সাক্ষী। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই হাসান বলেন, সাংবাদিক রেজাউল ইসলামের নিকট থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত হচ্ছে, সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।