আজ পর্দা উঠতে চলেছে এশিয়ার সব থেকে বড় টুর্নামেন্ট এশিয়া কাপের। যদিও এবার এশিয়া কাপ পাকিস্তান হবার কথা ছিল,কিন্তু ক্রিকেট জায়ান্ট ভারত (বিসিসিআই) পাকিস্তান যেয়ে খেলতে ঘোর আপত্তি জানান দেয়। এজন্য এশিয়া কাপ এবার হচ্ছে হাইব্রিড মডেলে,তথা পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশের মাটিতে।
বিশ্বকাপের পরেই সব থেকে বড় আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার সব থেকে বড় প্রতিযোগিতা বলা হয় এশিয়া কাপকেই।
এবারের এশিয়া কাপের মোট দল ৬ টি।
প্রথম গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল দ্বিতীয় গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তিনটি ধাপে খেলা হবে,প্রথম গ্রুপ পর্বে যে যার গ্রুপের সবার সাথে খেলবে এবং এরপর সুপার ফোর রাউন্ডে গ্রুপ থেকে উঠে আসা দুইটি করে মোট ৪ টি দল একে অন্যের সাথে খেলবে,এপর ফাইনল! ফাইনাল খেলবে গ্রুপ পর্বের সেরা ২ টি দল।
প্রতিবারের মত ভারত-পাকিস্তান ফেভারিট হিসেবেই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে,কিন্তু তিন বারের ফাইনাল খেলা বাংলাদেশের এবার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে টুর্নামেন্টে। এদিকে আফগানিস্তানের বর্তমান খেলার ধরনে তারাও পিছিয়ে নেই কারো থেকে। তুলনামূলক নেপাল নতুন দল হওয়াতে তাদের সম্ভাবনা কম বললেই চলে।
আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্ট এর সুপার ফোর পর্ব শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে এবং ফাইনালের পর্দা উঠবে ১৭ সেপ্টেম্বর। সব খেলা এবার পাকিস্তান – শ্রীলঙ্কা দুই দেশের মাটিতে হবে,ফাইনাল হবে শ্রীলঙ্কা তে। ক্রিকেট খেলাতে সবারই সম্ভাবনা থাকে প্রবল,ছয়টি দলের সবারই ক্ষমতা আছে টুর্নামেন্ট সেরা হবার। দেখা যাক কে হয় এশিয়া ক্রিকেটের নতুন রাজা!