amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৩০ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কোরবানির গরু না দেওয়ায় কাল হল গৃহবধু সুমির।

সুমন পল্লব
জুন ৩০, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

কোরবানির গরু না দেওয়ায় কাল হল চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের সৈয়দ পাড়ার এলাকার বাঁচা মিয়ার বাড়িতে সুমি আক্তার(২০) নামে এক গৃহবধূর।শুক্রবার সকালে শ্বশুর বাড়িতে সুমির শয়নকক্ষে গলা ফাঁস লাগানে অবস্থা লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ উপজেলা ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৪নং ওর্য়াড, পেশকারহাট এলাকার আশারাফ আলী মুন্সির বাড়ীর মোঃ সিরাজ মিয়ার বড় কন্যা।

নিহত সুমির পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১১মাস পুর্বে সুমি আক্তারে বিয়ে হয় মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়ার এলাকায় তাজুল ইসলামের সাথে। কোরবানি ঈদে বাপের বাড়ি থেকে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন গরু দেওযার জন্য সুমিকে চাপ দেয়। বাপের বাড়ি থেকে কোরাবনি আগের দিন গরু না দিয়ে ছাগল দেওয়ায় কাল হল সুমি আক্তারে।

কোরবানি দিনে শ্বশুর বাড়ি লোকজন অপমান করতে থাকে। পরববর্তী রাতে যথারিতি সুমির রুমে ঘুমাতে যায়।শুক্রবার সকালে শ্বশুর বাড়ির শয়নকক্ষে সুমির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পাড়ার লোকজন পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরন করা হয়েছে।বর্তমানে স্বামী তাজুল ইসলাম প্রবাসে রয়েছেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মো:মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সুমি আক্তারে আত্মহত্যা করেছে।ময়নাতদন্তের রিপোর্ট ও পরিবার থেকে অভিযোগ দায়ের করলে তদন্তে মাধ্যমে সত্য উদঘাটন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।