amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

খতমে কোরান ও মিলাদের মধ্য দিয়ে চশমা প্রতীকের অফিস উদ্বোধন

মোহাম্মদ আলি
মে ৪, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খতমে কোরান, মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে হাটহাজারী পৌরসদরস্থ কাচারীসড়ক এলাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চশমা প্রতীকের মোঃ নুরুল আবছারের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সাতাশজন আলেম উলামাদের উপস্থিতিতে অফিস উদ্বোধনের পর নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রার্থী নুরুল আবছার বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। ছিলেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান। পাশাপাশি বিগত সময়েও উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অংশ নিয়েছেন জেলা পরিষদ নির্বাচনে। এসব সুবাধে হাটহাজারী উপজেলার পৌরসভা ও১৪ টি ইউনিয়নের জনগণের সাথে আত্মার সম্পর্ক রয়েছে। নিজ ইউনিয়ন মির্জাপুরের পাশাপাশি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে মাদক, ইভটিজিংয়ের বিরুদ্ধে সভা, সচেতনতামূলক সেমিনারসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেছেন। তাই উনার একটা পরিচয় পুরো হাটহাজারীতে রয়েছে। রাজনৈতিক কারণে নয় কেবল সামাজিক দায়বদ্ধতার কারণে হাটহাজারীকে পরিবর্তন করতে তথা স্মার্ট হাটহাজারী গড়ার প্রত্যয়ে এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। উপজেলা পরিষদ ও সংসদ সদস্যের মাঝে সমন্বয় না থাকলে উন্নয়নের অগ্রগতীতে বাধা পড়ে। নির্বাচিত হলে সবার সাথে সমন্বয় করে হাটহাজারীকে একটি আধুনিক হাটহাজারী হিসেবে গড়ে তোলার চেস্টা করবেন। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের মত অপরাধকে আগেও ছাড় দেননি সামনেও দিবেন না। হাটহাজারীর মানুষ অশান্তি নয় শান্তি চায় সে শান্তি প্রতিষ্ঠায় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর প্রশাসক, জনপ্রতিনিধিসহ আইনশৃংখলা বাহিনীর সমন্বয় ও পরামর্শে কাজ করবেন। ২১ মে ভোটকেন্দ্রে গিয়ে তার প্রতিশ্রুতি পুরণে চশমা প্রতীকে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান ৩ লক্ষ ৫৭ হাজার ৪৪৮ ভোটারের প্রতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।