amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

খাবার বিল চাওয়ায় ক্যান্টিন ম্যানেজারকে ছাত্রলীগ নেতার মারধর

জবি প্রতিনিধি:
জানুয়ারি ১৮, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার ম্যানেজার তুষারকে (২৫) মেরে জখম করেছে জবি ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের সাজবুল ইসলাম নামের এক শিক্ষার্থী। সাজবুল ইসলাম জবি ইসলামিক স্টাডিজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইনের অনুসারী।

আহত তুষার জানান, খাবার খাওয়ার পর বিল চাইতে গেলে সাজবুল বলে বিল মিরাজ ভাই দিবে। একথায় অসম্মতি জানালে, উত্তেজিত অবস্থায় ক্যান্টিনের ভিতরে ঢুকে কাচের বাটি ছুড়ে মারে। এরপর গালাগালি করতে করতে ডালের চামচ দিয়ে আঘাত করে জখম করে। সেখানে থাকা কাচের বাটি ভেঙে কানের কাছে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এবিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল বলেন, এমনটি হওয়ার কথা না। একজন শিক্ষার্থীকে তাকে মারার অধিকার কে দিল বিষয়টি দেখছি আমি।

এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঘটনাটি ইতোমধ্যে শুনেছি। তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযোগ্য বিচার হবে।

এবিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হুসাইনকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।