amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পর্ণোগ্রাফী আইনে যুবলীগনেতা গ্রেফতার

খুলনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় পর্ণোগ্রাফী আইনে যুবলীগনেতা জিহাদুর রহমান জিহাদ ও তার সহযোগী মো: ইফতি শেখকে গ্রেপ্তার করেছে খুলনা থানা পুলিশ। গত সোমবার রাতে তাদের দু’জনকে মৌলভীপাড়া মসজিদ গলি নীজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সে উক্ত এলাকার মৃত্যু শেখ মমতাজ আলীর পুত্র। নগরীর ২৭ নং ওয়ার্ডের যুবলীগের যুগ্ম আহবায়ক।

 

দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় গড়ে তুলেছে মাদকসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড। তার অত‍্যাচারে অতিষ্ঠ হয় পড়েছে সাধারণ জনগন। তার ভয়ে কেউ মুখ খুলতে ও প্রতিবাদ করতে সাহস পায়না। তার নামে রয়েছে একাধিক মামলা। খুলনা থানার এস আই টিপু সুলতান বলেন,আসামিরা যোগসাজেশে গোপনে বাদী ও তার স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের চিত্র ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি বাদীর নিকট পাঠিয়ে দিয়ে তারা চাঁদা দাবি করে। এ ঘটনায় বাদী থানায় মামলা দায়ের করলে রাতে তাদের মৌলভীপাড়া মসজিদ গলি থেকে গ্রেপ্তার করা হয়। বাদী বলেন, তিনি মাষ্টার্সের শিক্ষার্থী। তিনি স্ত্রীসহ খুলনায় থাকেন। কৌশলে ওই দু’যুবক গোপনে তাদের অন্তরঙ্গ মুহুর্তের ছবি ধারণ করেন। রোববার গ্রেপ্তার জিহাদ তার ব্যবহৃত ফেসবুক আইডির মাধ্যমে তার ম্যাসেঞ্জারে অন্তরঙ্গ মুহুর্তের ছবি পাঠান। এরপর সে আমাকে ফোন করে ৫০ হাজার টাকা চাদা দাবি করতে থাকেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তিনি তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে তিনি আইনের আশ্রায় নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।