amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার প্রবাসীদের নিয়ে গড়া হয়েছে গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদ। এই সংগঠনকে আরো সুশৃঙ্খল ও শক্তিশালী করার লক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। “আদর্শ সমাজ গড়ার অবিরাম প্রত্যয়” এই স্লোগানকে সামনে রেখে আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৯০ (নব্বই) দিনের জন্য মোহাম্মদ আলমগীরকে আহবায়ক ও হারুনর রশীদ টিপুকে সদস্য সচিব করে ২৩ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অনন্যারা হলেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুল হক, যুগ্ম আহবায়ক মুসা তালুকদার, যুগ্ম আহবায়ক ইনামুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ লাকু, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ একরামুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক মনির তালুকদার, যুগ্ম আহবায়ক মোজাফফর আহমেদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নোমান,যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলম, যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জয়নাল আবেদীন, সদস্য হানিফ তালুকদার,সদস্য নাজিম উদ্দিন,সদস্য মোহাম্মদ মজিবুর রহমান,সদস্য মোহাম্মদ আজাদ হোসেন, সদস্য মোহাম্মদ জাহেদুল ইসলাম, সদস্য মোহাম্মদ ইরফানুল ইসলাম,সদস্য মোহাম্মদ সোহেল, সদস্য মোহাম্মদ তারেক হাসান, সদস্য মোহাম্মদ আলী, সদস্য মোহাম্মদ এরশাদ।

উল্লেখ্য, সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক এ সংগঠনটি ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী গড়দুয়ারা ইউনিয়নের প্রবাসীদের উদ্দ্যোগে এই সংগঠন গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের সদস্যদের সহায়তায় এলাকার গরীব-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছেন এ সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।