হাটহাজারী উপজেলার গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জুন) উপজেলার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণে উপস্থিত ছিলেন- স্কুল পরিচলনা পরিষদের সভাপতি মোঃ রিয়াজ মোর্শেদ, প্রধান শিক্ষক জাফর উল্লাহ। গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদের পক্ষে থেকে মোঃ শাহাদাৎ হোসেন, পরিচালনা পরিষদের সদস্য আতাউর রহমান, এসকান্দর মেম্বার এবং সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
হারুনুর রশিদ টিপু জানান, বৈদ্যুতিক ফ্যান উপহার প্রদান অনুষ্ঠান সফল ও স্বার্থক করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, উপস্থিতি সবাইকে এবং যারা সার্বিক সহযোগীতা করেছেন সকলকে গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।