amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবিদ হাসান, ময়মনসিংহ ব্যুরো চিফ
ডিসেম্বর ১০, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মব-মধ্যস্বত্বভোগী নির্মুল ও জনবান্ধব রাজনীতির লক্ষ্য নির্ধারণ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগ কর্তৃক  ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়।

এসময় ময়মনসিংহ বিভাগীয় সভাপতি বেলাল আহমেদ সরকার ও বিভাগীয় সাধারণ সম্পাদক এবং রাওনা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গরুহাটা মিনি স্টেডিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ময়মনসিংহ বিভাগীয় সভাপতি বেলাল আহমেদ সরকার, বিভাগীয় সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বিভাগীয় সদস্য সচিব মনিরুজ্জামান, উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম কাঞ্চন ও কামাল মন্ডল,পৌর আহ্বায়ক আলাউদ্দিন সুলতান, ওয়ার্ড সভাপতি মাহবুল আলম সহ বিভাগীয় ইউনিয়ন ও পৌর শাখার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।