amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গর্জিয়াস গ্রুপের মাসিক মিট-আপ ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

গর্জিয়াস এর উদ্যোক্তা নিয়ে গড়বো দেশ বেকার মুক্ত হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২২ ফেব্রুয়ারি২০২৫) মগবাজার হোটেল এট দ্যা টেবিল এ গর্জিয়াস গ্রুপের মাসিক ম্যানেজার কনফারেন্স মিট-আপ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় কোম্পানির মিশন ও ভিশন আগামীর করণীয়, পরিকল্পা পরিচিতি এবং লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

গর্জিয়াস গ্রুপের আয়োজনে এসময় উক্ত ম্যানেজার কনফারেন্সের সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জিয়াস গ্রুপের উপদেষ্টা ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অরগানাইজেশানের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গর্জিয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও শহীদুজ্জামান খান শাহেদ। উক্ত ম্যানেজার কনফারেন্সর সঞ্চালনা করেন সিনিয়র ম্যানেজার মানিক মন্ডল ও সাইফুল ইসলাম।

ম্যানেজার কনফারেন্সে গর্জিয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদুজ্জামান খান শাহেদ কোম্পানির আগামীর ভিশন ও মিশন নিয়ে আলোচনা করেন ও আগামী দিনে তরুণ উদ্যোক্তাদের নিয়ে গর্জিয়াস গ্রুপ দেশে-বিদেশে এগিয়ে যাবে। এসময় নতুন ম্যানেজার দের পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় অনুভূতি বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।