amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাছ কেটে বনভূমি দখলের চেষ্টা ময়মনসিংহের ভালুকা

আবিদ হাসান
মার্চ ৭, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়ারমোড় এলাকায় রাধুর ভিটা মৌজায় সজল ও মফিজের ভিটা গেজেট ভুক্ত ৪৩৮ নম্বর দাগে রাতের অন্ধকারে কয়েক’শত গজারী ও অর্ধশতাধিক আকাশমনি গাছ কেটে নিশ্চিহ্ন করতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তার লোকজন দিয়ে গাছ গুলো কেটে নিয়ে আগুন লাগিয়ে দিয়েছে।

এলাকাবাসীরা জানান, বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই গাছ কেটে বনভূমি দখল করছে। প্রায় সময় দেখা যায় বন বিভাগ নিরবতা ভূমিকা পালন করে।মূলত আসপাডা রশিদ বিভিন্ন সময়ে গেজেটভুক্ত বনভূমি খাস খতিয়ানের জমি জাল জালিয়াতির মাধ্যমে নিজ নামে ভুয়া কাগজপত্র সংযোজন করে শত শত কোটি টাকার জমি দখল ও বিক্রি করেছেন। এলাকাবাসীর দাবি তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

হবিরবাড়ী রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, স্থানীয় প্রভাাবশালী ও আশপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তার লোকজন দিয়ে সুকৌশলে গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে বন ভুমি দখলের পায়তারা করছে।ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে রশিদের নামের সাইনবোর্ড ও গাছগুলো উদ্ধার করে জব্দ করি।

ভালুকা রেন্জের হবিরবাড়ী বিট অফিসার আশরাফ উদ্দিন বলেন, বুধবার আমি বাদি হয়ে আশপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, মফিজ, দুলাল, জাহাঙ্গীর, রফিক ও মজিবর ৬ জনের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে আসপাডা পরিবেশ উন্নয়ন ফান্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ বলেন, আমি এই জমি ২০১৫ সালে কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছি এ ব্যাপারে আমি কিছুই জানি না ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।