amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৯ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুবি ভর্তিচ্ছুদের পছন্দের শীর্ষে

ক্যাম্পাস প্রতিনিধি
জুন ২৯, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

গুচ্ছ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পরীক্ষায় আবেদনের প্রেক্ষিতে ভর্তিচ্ছুদের পছন্দের শীর্ষে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মোট আবেদন পড়েছে ২২ হাজার ৭৪টি। প্রতি আসনের জন্য গড়ে আবেদন করেছে প্রায় ২১ জন শিক্ষার্থী।

বুধবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনটি ইউনিটের ফলাফল প্রকাশের পর গত ২০ জুন থেকে শুরু হয় গুচ্ছে প্রক্রিয়ায় যুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন প্রক্রিয়া। ২৭ জুন রাত ১২টার দিকে এই আবেদন প্রক্রিয়ার কার্যক্রম শেষ হয়।

ড. মাহমুদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবারের গুচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আবেদন পড়েছে ২২ হাজার ৭৪টা। আবেদনের দিক থেকে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয়। আসন প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে আবেদন পড়েছে ২১ দশমিক ২৩ শতাংশ। ৩০০ উপরে সিট আছে এমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসন প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক আবেদন পড়েছে।

এছাড়া মোট ২৯ হাজার ৯৮৯টি আবেদন পড়ায় প্রথমে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ২৭ হাজার ৩৪৩টি আবেদন পড়ায় দ্বিতীয় স্থানে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে জবিতে ২ হাজার ৭৬৫ আসনের প্রতিটির বিপরীতে প্রায় ১১ জন ও ইবিতে ২ হাজার ৯৫ আসনের প্রতিটির বিপরীতে প্রায় ১৩ জন শিক্ষার্থীর আবেদন পড়েছে৷

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন তার ফেসবুক মাধ্যমে বলেন, এই ধরনের সাফল্যের পিছনে রয়েছে আমাদের সাহস, নেতৃত্বগুণ, দৃঢ় সংকল্প ও সঠিক কৌশল। এজন্যই শিক্ষার্থীরা কুবিকে তাদের পছন্দের সারিতে রেখেছে ৷ আমাদের এই ধরনের কাজ আরও করতে হবে।এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, শিক্ষকদের ও আমাদের সরকারসহ সকল স্তরের মানুষের প্রতি যারা এই ভিশনকে বাস্তবায়ন করতে সাহায্য করেছেন।

তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ, গবেষণা সমূহ উচ্চমানের জার্নালে প্রকাশ করা, গুণী শিক্ষার্থীদের শিক্ষকতায় নিয়ে আসা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, ডিজিটাল লাইব্রেরির ব্যাবস্হা, সুস্থ ও পরিষ্কার ক্যাম্পাস, কম্পিউটার ল্যাব, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননার ব্যবস্থা আমরা করেছি৷ সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।