amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩০ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গুনীলেখক শায়খ তাজুল ইসলাম কে সম্মানন

মোহাম্মদ ইরফানুল ইসলাম
মে ৩০, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

উমর ফারুক শাবুল, সিলেট জেলা প্রতিনিধিঃ
শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রবীণ সাংবাদিক, লেখক ও গবেষক, বহুগ্রন্থ প্রণেতা, কবি আলহাজ্ব শায়খ তাজুল ইসলামকে সম্মাননা দিয়েছে শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমি। ২৯মে বিকেল ৩ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাব্যজগতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে সম্মাননা প্রদান করা হয়। একাডেমির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম রুহুল আমিন খান, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজাল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরুজুল ইসলাম, জনতা ব্যাংকের আব্দুর রকিব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুতুবউদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ সাহিত্য সংগীত একাডেমির সাধারণ সম্পাদক হামিদুল হক।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শায়খ তাজুল ইসলামের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।