amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

কে এম সাইফুর রহমান
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত অনুমান পৌনে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চায়না (৩৫) নামে এক নারীকে আটক করেছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকার বাসিন্দা।

 

পুলিশ অভিযান চালিয়ে তার বসত ঘর হতে ট্রলি ব্যাগে রক্ষিত ৩ টি পলিথিনের ব্যাগে মোড়ানো সর্বমোট ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্বার পূর্বক জব্দ করে হেফাজতে নেন এবং চায়নাকে গ্রেপ্তার করেন। এসময় তার স্বামী তাপস বর পলাতক রয়েছে। পরে পুলিশ তাদের দু’জনকে আসামি করে মামলা রুজু করেছে বলে জানান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।