amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্দোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

এস এম সাইফুর রহমান
মার্চ ৭, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে আজ ভোরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।দলীয় কার্যালয়ে ৭ মার্চের ভাষণ মাইকের মাধ্যমে পরিবেশন অব্যাহত রয়েছে।

এছাড়াও পরবর্তী কর্মসূচি নিয়ে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. চৌধুরী খসরুল আলম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এম জুলকদর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ সকাল ৯ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।