amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গ্লোবাল র‍্যাঙ্কিং উন্নয়নে চবির নিরলস প্রচেষ্টা

আবু বক্কর সিদ্দিক
নভেম্বর ২৭, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন গ্লোবাল ও অন্যান্য পর্যায়ে চবির র‍্যাঙ্কিং উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে চবির নবগঠিত র‍্যাঙ্কিং সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রথম সভা রবিবার (২৪ নভেম্বর ২০২৪) উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

সাম্প্রতি বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং ২০২৫-এর প্রকাশিত ইন্টার-ডিসিপ্লিনারী সায়েন্স (আন্তঃবিষয় বিজ্ঞান) র‍্যাঙ্কিংমানসম্পন্ন যৌথ গবেষনার জন্য বিশ্বে ৩০১-৩৫০ তম বিশ্ববিদ্যালয়ের স্লটে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং অবস্থান আরো সুদৃঢ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে, চবি শিক্ষকদের প্রোফাইল ও বিভাগের ওয়েবপেজ আপডেট, গবেষণা ও প্রকাশনার তথ্য ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা, স্কলারশিপ ও গবেষণা আয়ের সঠিক তথ্য প্রকাশের ওপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এগিয়ে যেতে যথাযথ নীতিমালা চূড়ান্ত করে অতিথি অধ্যাপক নিয়োগ, শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম চালু ও একটি আন্তর্জাতিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে উন্নত বিশ্বের সাথে যোগাযোগ বৃদ্ধি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তির ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষত, স্বল্পোন্নত বা যুদ্ধবিধ্বস্ত দেশের শিক্ষার্থীদের জন্য দেশের জনহিতৈষী ব্যক্তি ও প্রতিষ্ঠানের থেকে বৃত্তি জোগাড়ের চেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপন ও লাইফ লং লার্নিংয়ের সুযোগ তৈরিতে অনলাইন শিক্ষা প্রসারে একটি স্টুডিও তৈরির সম্ভাবনা যাচাইয়ের সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়াও সভায় এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া সহজতর করা এবং সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সুযোগ প্রদান নিশ্চিত করার মাধ্যমে গবেষকের সংখ্যা বাড়ানোর উপর জোর দেয়া হয়। শিক্ষা সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে সামার প্রোগ্রাম, ওপেন ক্যাম্পাস ডে এবং স্টুডেন্ট ক্লাবগুলোর কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেয়ার ওপর জোর দেয়া হয়। ভবিষ্যৎ প্রকল্প ও আন্তঃবিভাগীয় গবেষণার তথ্য প্রকাশের মাধ্যমে র‍্যাঙ্কিংঅগ্রগতি অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় মাননীয় উপাচার্য এসব উদ্যোগ বাস্তবায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্লোবাল র‍্যাঙ্কিং আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তিনি চবির সম্মানিত শিক্ষকদেরকে চবির ওয়েবসাইটে দেয়া নির্দেশনা অনুযায়ী অতিসত্বর প্রোফাইল আপডেট করার জন্য অনুরোধ করেন। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবগঠিত র‌যাংকিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।