amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক-১

মুক্তকণ্ঠ ডেস্ক:
মে ২, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে কাজের সুবাদে পরিচয়, অতঃপর অপহরণ করে পরিবারের নিকট ১লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণ কারীরা। পরবর্তীতে অপহৃতের পরিবার র‌্যাবের নিকট অভিযোগ করলে অভিযুক্ত মোঃ মামুন (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন ভারতীয় সীমান্তবর্তী রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।

আটককৃত মো. মামুন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের আব্দুল ছোবহানের ছেলে। অপহৃত যুবকের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানায়। তিনি বঙ্গবন্ধু শেখ ‍মুজিব শিল্পনগরে মডার্ণ সিনটেক্সে চাকরি করতেন।

মঙ্গলবার (২ মে) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের মিরসরাই ইকোনোমিক জোন থেকে যুবক অপহরণের ঘটনায় অপহৃত যুবকের পরিবার র‌্যাব-৭ এ অভিযোগ দায়ের করলে তার তদন্তে নামে র‌্যাব। ঘটনার সত্যতা মিললে ভুজপুর থানাধীন রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার ও অপহরণে জড়িত মো. মামুন নামে এক ব্যক্তিকে আটক করি। এসময় অপর আসামীরা পালিয়ে যায়। পলাতক আসামীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। অপহরণের বিবরণ দিয়ে সে জানায়, অর্থনৈতিক অঞ্চলে কাজ করার সুবাদে মো. মামুন ও মো. জসিমের সাথে অপহৃত যুবকের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৮ এপ্রিল জসিমের ফোন পেয়ে অপহৃত যুবক করেরহাট গেলে সেখান থেকে তাকে একটি সিএনজিতে করে ফটিকছড়ির ভুজপুর থানার কৈলারছড়া এলাকায় জসিমের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে মামুন সেখানে উপস্থিত হয়ে অজ্ঞাত ৪-৫ জন সহযোগী সাথে নিয়ে তাকে ভারতীয় সীমান্তবর্তী এলাকার একটি রাবার বাগানে আটক করে শারীরিক নির্যাতন ও নির্যাতনের শোর চিৎকার মোবাইলে তার পরিবারকে শুনিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।