amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নারী উদ্যোক্তাদের উদ্যোগে দুইদিন ব্যাপী সিইবিসি ঈদ ফিসতা মেলা

মোহাম্মদ জিফন
মার্চ ১, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নারী উদ্যোক্তাদের উদ্যোগে আগামী ৩ ও ৪ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইবিসি ঈদ ফিসতা’২০২৩। স্কিন কেয়ার প্রোডাক্ট মিতা রহমান নিবেদিত ওই অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন বিজনেস প্ল‍্যাটফর্ম চট্টগ্রাম ই-শপ বিজনেস কমিউনিটি।

চট্টগ্রাম ক্লাবের বিপরীতে কুকাউট রেস্তোরাঁ এন্ড ক‍্যাফে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। এছাড়াও দেশবরেণ‍্য বিশিষ্ট ব‍্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম ই-শপ বিজনেস কমিউনিটি গ্রুপের এডমিন তানিয়া ইসলাম ও আইমন লোপা জানান, দেশে নারীদের বেকারত্ব দূরীকরণে অনেকটাই ভুমিকা রাখছে চট্টগ্রামের নারী উদ‍্যোক্তা সংগঠন “চট্টগ্রাম ই-শপ বিজনেস কমিউনিটি”। যা বলে শেষ করা যাবে না। সারাদেশের ন্যায় আজ চট্টগ্রামের নারী উদ্যোক্তারাও এগিয়ে যাচ্ছে সমান্তরালে। তারা আরও জানান, এবারের ঈদ পণ‍্য প্রদর্শনীতে নানা ধরনের পণ্য দিয়ে সাজানো হবে একেকটি স্টল। কোনোটিতে দেশীয় তৈরী পোশাক, নানাহ ধরণের কাটা কাপড়, কোনো স্টলে থাকবে রংবেরঙের গহনা, কসমেটিকস, গ্রোসারী, অর্গানিক ফুড, জুয়েলারি, ফ‍্যাশন এন্ড লাইফ স্টাইল, হোম মেইড চকোলেট, ডেজার্ট, কোথাও আবার বাহারি সাজসজ্জার উপকরণ। আরও থাকবে হাতে বানানো কেক কিংবা পিঠা। এমন সব পণ্যের সমাহারে বসন্তের সাথে থাকছে স্কিন কেয়ার সামগ্রী। সব মিলিয়ে পুরো একটি ঈদের কেনাকাটার উৎসব বইবে এ প্রদর্শনীতে। দুইদিন ব‍্যাপী এই ঈদ পণ‍্য প্রদর্শনীর আয়োজন সফল করতে চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের সংগঠন সিইবিসি পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।