amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রদ্বীপের নেতৃত্বে নাঈম-রফিক

ক্যাম্পাস খবর::
অক্টোবর ৫, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন “চন্দ্রদ্বীপ” এর নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আমিনুল ইসলাম নাঈম ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: রফিকুল ইসলাম।

বুধবার (৪ঠা অক্টোবর) সংগঠনের উপদেষ্টাম্পন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতি রায় এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: মিজানুর রহমান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সপ্তর্ষি অথৈ, অন্তর রায় ঝিনুক, হাবীবা আক্তার কামনা এবং সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ধন্যজয় হাওলাদার, হাবীবা আক্তার, এলমা জাহান, সুজন হাওলাদার, শর্মীষ্ঠা বাড়ৈ, পল্লবী চক্রবর্তী, হৃদয় কর্মকার, শফিক, ইমতিয়াজ আহম্মেদ, হুমায়রা আনান, শিথি মল্লিক, জয় কর্মকার।

নবগঠিত কমিটির সভাপতি মো: আমিনুল ইসলাম নাঈম জানান,

চন্দ্রদ্বীপের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি সম্মানিত উপদেষ্টামন্ডলী এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমার জন্য যেমন গৌরবের বিষয় একইসাথে চ্যালেঞ্জেরও বিষয়। এখন আমাদের প্রধান লক্ষ্য হবে সংগঠনটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে এবং সদস্যগণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও আদর্শের প্রতি সম্মান রেখে চন্দ্রদ্বীপ এর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখবে।

বর্তমানে সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাইনুল ইসলাম, সঙ্গীত বিভাগের প্রভাষক দেবশ্রী দোলন, অর্থনীতি বিভাগের প্রভাষক পিংকি রাণী দে ও চন্দ্রদ্বীপের সদ্য সাবেক সভাপতি অনিক দাস ও সাধারণ সম্পাদক অজিত হালদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।