চীনকে সত্য, ব্যাপক ও বস্তুনিষ্ঠভাবে বোঝার জন্য, চীনা ধাঁচের আধুনিকায়নের অভিজ্ঞতা অর্জনের জন্য পাঁচ দিনব্যাপী “চায়না ইন মাই আইস-ঝচিয়াং ট্রিপ” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই ইভেন্টি চীনের ঝচিয়াং প্রদেশে অনুষ্ঠিত হয়।
বিদেশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য, দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ইভেন্টে অংশগ্রহণকারীরা ঝচিয়াং প্রদেশের হ্যাংঝু, চিয়াশিং, এবং হুঝো শহরসহ অন্যান্য জায়গা পরিদর্শন করেন। ইভেন্টি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন, দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সাংস্কৃতিক বিনিময় বিভাগের পরিচালক ঝু তান।
“চায়না ইন মাই আইস” সংক্ষিপ্ত ভিডিও প্রতিযোগিতায় বিজয়ীরা ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পায়। চীনে অধ্যয়নরত তিন বাংলাদেশি শিক্ষার্থী ভিডিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পায় এবং এই ইভেন্টে অংশগ্রহণ করে। তারা হলেন মাইনুল ইসলাম আপন, মেহেদী হাসান সানি এবং মো. সোহাগ হোসেন।
ইভেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থী মেহেদী হাসান সানি বলেন, চীনা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি আয়োজনের জন্য। আমি চীনের সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি চীনের গ্রাম উন্নয়ন সম্বন্ধে অনেক জেনেছি। সেখানে দেখেছি কিভাবে দূষিত অবস্থা থেকে গ্রামের পরিবেশকে তার আপন রুপে ফিরিয়ে আনা হয়েছে, কিভাবে গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে।শতকোটি মানুষের এই দেশের দরিদ্র বিমোচন সহ অর্থনৈতিক উন্নয়ন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
বাংলাদেশ, নেপাল, আমেরিকা, যুক্তরাজ্য, আফগানিস্তান, পাকিস্তান, লাওস, থাইল্যান্ড, নাইজেরিয়া, কেনিয়া সহ ৪টি মহাদেশের ১৯টি দেশ ও অঞ্চলের ২৫ জন প্রতিনিধি পাঁচ দিনব্যাপী ঝচিয়াং প্রদেশ ভ্রমণে অংশগ্রহণ করে।