amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৭ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
এপ্রিল ১৭, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশের মত চারঘাটেও “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাট বাজারে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে র‍্যালী শেষ হয়।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, সরদহ সরকারি কলেজের অবঃ প্রাপ্ত শিক্ষক মাজদার রহমান, চারঘাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

মোঃ মোজাম্মেল হক ০০৬
চারঘাট, রাজশাহী
১৭ এপ্রিল ২০২৪ ইং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।