চারঘাট উপজেলার ১০ টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে এস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোরবার সারাদেশের মত চারঘাটেও নির্ধারিত সময় সকাল ১০ টায় এস এস সি ও সমমানের বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলার ১০ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ৫ টি সাধারণ, ৪টি কারিগরি ও একটি মাদ্রাসা কেন্দ্র রয়েছে।
মোট পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৩৮৬ জন। তার মধ্যে সাধারণ ২ হাজার ৩৬১ জন, কারিগরি ৭০১ জন ও মাদ্রাসায় ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সস্তষ্টি প্রকাশ করেন এবং প্রত্যেকটি কেন্দ্র সচিবকে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য নির্দেশনা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।