amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চ্যাটজিপিটি, বার্ডকে টক্কর দিতে এবার মাঠে নামছে এলন মাস্ক

আবদুল্লাহ আল নোমান
মার্চ ১, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

গুগলের পর এবার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে মনোযোগ দিয়েছেন ইলন মাস্ক। ওপেনএআইএর হাই-প্রোফাইল চ্যাটবট ChatGPT-এর বিকল্প তৈরির সাম্প্রতিক সময়ে ইলন মাস্ক এআই গবেষকদের সাথে যোগাযোগ করেছেন

ধনকুবের এই প্রযুক্তি উদ্যোক্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষক ইগর বাবুসকিনের সাথে যোগাযোগ করেছেন একটি গবেষণা ল্যাব গঠনের বিষয়ে । ইগর বাবুসকিন এর আগে অ্যালফাবেটের ডিপমাইন্ড এআই-তে কাজ করেছিলেন।

যদিও ইলন মাস্কই ২০১৫ সালে স্যাম অল্টম্যানের সাথে যৌথ উদ্যোগে ওপেনএআই-এর প্রতিষ্ঠা করেন এবং ২০১৮ সাল পর্যন্ত এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি পরবর্তীতে নিজের অন্যান্য প্রতিষ্ঠান যেমন টেসলা, স্পেসএক্স কিংবা টুইটারের দিকে সময় দেয়ার জন্য নিজেকে এখান থেকে সরিয়ে নেন।

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত বট চ্যাপজিপিটি অল্প কয়েক দিনেই সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। চ্যাটজিপিটি হলো একধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার। এটি একধরনের ভাষাভিত্তিক মডেল, যাকে অসংখ্য ডেটা দিয়ে প্রশিক্ষিত করা হয়েছে। ফলে কোনো ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই এর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। এটি দিয়ে গবেষণাপত্রের পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস—এসব লেখা যায়।

মাস্ক এবং বাবুসকিন এআই গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আলোচনা করেছেন, যদিও তাদের এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়েই আছে। দেখা যাক কতদূর যায় হার না মানতে চাওয়া ইলন মাস্কের এই নতুন পরিকল্পনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।