ময়মনিসংহের ভালুকায় দৈনিক আজকের সংবাদ প্রত্রিকার সাংবাদিক ওমর ফারুক তালুকদারকে চ্যানেল এস-তে উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) ঢাকায় চ্যানেল এস’র প্রধান কার্যালয়ে চ্যানেলের চেয়ারম্যান ও অন্যান্য সংবাদকর্মীর উপস্থিতিতে এ নিয়োগ প্রদান করা হয়।
ওমর ফারুক তালুকদার বলেন, ঢাকা থেকে বহুল প্রচারিত চ্যানেল এস-তে আমাকে ভালুকা উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ আজকের সংবাদসহ একাধিক পত্রিকার মাধ্যমে সমাজের অন্যায়, অনিয়ম ও জনকল্যাণমূলক কাজ জনসম্মুখে তোলে ধরার চেষ্টা করেছি। এখন আমাকে চ্যানেল এস এ নিয়োগ দেওয়ায় আমার উপর অর্পিত দায়িত্ব আরও প্রখরভাবে পালন করতে পারব বলে আমি আশাবাদী’।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।