amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল ও শ্রমিক দলের সভাপতির উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মোহাম্মদ মহিউদ্দিন
জানুয়ারি ৩০, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে ছিপাতলী ৬ নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন (২৮) ও ৯ নং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ সাইফুল(৪৩) এর উপর (নুরুল আহসান লাভু (৪৮), মোঃ বেলাল (৪৪) ও অজ্ঞাতনামা ৫-৬ জন কর্তৃক) আতর্কিত হামলার প্রতিবাদে বুধবার ২৯শে জানুয়ারি রাত ৮ টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, মঙ্গলবার ২৮শে জানুয়ারি সকাল আনুমানিক ৮টায় মোঃ নুরুল আহসান লাভু (৪৮) পিতা মৃত ইসহাক এবং মোঃ বেলাল (৪৪) পিতা আব্দুল গফুর, উভয়ের বাড়ি ছিপাতলী, তারা বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দোসর এবং দালাল ছিলেন। তারা পূর্বের ন্যায় ক্ষমতার অপব্যবহার ও দাপট দেখিয়ে গায়ের জোরে, জোরপূর্বক অন্যের ধানী জমি হইতে স্কেভেটর দ্বারা মাটির সয়েল টেস্ট কাটত। এর ধারাবাহিকতায় ছিপাতলী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে সৈয়দ বিল নামক স্থানে অন্যের ধানী জমি হইতে স্কেভেটর দ্বারা গর্ত করিয়া মাটি কেটে জমির ক্ষয়ক্ষতি করতে থাকায় এবং পাশের সরকারি রাস্তায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখি। তাই আমরা সচেতন নাগরিক হিসেবে নুরুল আহসান লাভু ও বেলালকে নিষেধ করি। তারা আমার গলায় ধাক্কা দেয় এবং আমাকে কিল, ঘুষি,ও লাথি মারে। আমাকে বাঁচানোর জন্য মোঃ সাইফুল ইসলাম এগিয়ে আসলে তাকেও কিল, ঘুষি ও লাথি মারে। এবং আমার ব্যবহৃত মোটরসাইকেল honda hornet যার মূল্য ১৮৫০০০/(এক লক্ষ পঁচাশি হাজার) টাকা এবং আমার কাছে থাকা আমার ব্যবহৃত মোবাইল সেট স্যামসাং S70 যার মূল্য (৩২০০০) হাজার টাকা। উক্ত মোবাইলে ভিডিও ধারণ করায় আমার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং ভেঙে ফেলে এবং আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়, আমরা বাঁচার জন্য চিৎকার করি তখন আশেপাশের মানুষ এগিয়ে আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়। আমাদের বন্ধুবান্ধব আমাদেরকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। সেখান থেকে আমরা হাটহাজারী মডেল থানায় উপস্থিত হই এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।

তিনি আরো বলেন, গতকাল আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমরা নাকি মাটি বিক্রয় করি এবং বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজি করি। আমি দৃঢ় কন্ঠে বলতে চাই। যদি তারা প্রমাণ করতে পারে, যে আমি বা আমরা চাঁদাবাজি করি। তাহলে আমি আমার ব্যবহৃত জুতা আমার গলায় পরিয়ে এই দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাব এবং আমি আমার সদস্যপদ থেকে অব্যাহতি দিব।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ছিপাতলী ইউনিয়নের সভাপতি ডা: আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শাহাজাহান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: আলমগীর, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মো: মুজিবুল হক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: আবুল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আরিফ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: ইয়াছিন সিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: সালাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: নাছিম মেম্বার, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাছরিন আক্তার, উপজেলা কৃষকদল নেতা মো: খোকন সিকদার, উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: লিমন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও ছিপাতলি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাইমান খায়ের (তুষার), ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: আলাউদ্দিন, ইউনিয়ন ছাত্রদল নেতা মাইনুদ্দীন, তারেক, অভি, নুরু, মিজান, বাদশা, মাহিন, ওবাইদুল, রাহাত, ফয়সাল, সাজেদ, যুবাইর, নুরুউদ্দিন, মুজাহিদ সহ অন্যান্য নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।