amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ছিপাতলীতে সিকদার স্মৃতি একতা সংঘের কার্যালয় শুভ উদ্বোধন

আবু নোমান
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

উপজেলার ছিপাতলীর ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন সিকদার স্মৃতি একতা সংঘের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সিকদার বাড়ি সংলগ্ন ছিপাতলী-হাটহাজারী সড়কে এই কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আহসান লাভু।

ঐতিহ্যবাহী এই সংগঠন ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজ উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে, বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, বন্যা দুর্গত এলাকায় ত্রান বিতরণ, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, আর্থিক অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সহায়তা প্রদানসহ নানা কার্যাবলী সম্পাদন করে আসছে এই সংগঠনটি। অস্থায়ী এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম আরো গতিশীল হওয়ার প্রত্যাশা তাদের। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উক্ত সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে, সাধারণ সম্পাদক মোঃ পারভেজের পরিচালনায় ও সভাপতি মোঃ আমান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চেয়ারম্যান নুরুল আহসান লাভু।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ এমদাদ, নূর উদ্দিন, মোঃ রুবেল, মোঃ নাছির উদ্দিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দিন সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো:আবুল কাশেম, মো:আবছার, মোহাম্মদ মিয়া, মো : মহিউদ্দিন, মো: ইউচুপ, মো : কামালসহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।