amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. তাজাম্মুল হক

জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক-কে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। এ আদেশ ১৯ সেপ্টেম্বর হতে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। জানা যায়, ড. তাজাম্মুল হোক শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। তিনি সাবেক প্রক্টর ড.জাহাঙ্গীর হোসেন এর স্থলাভিষিক্ত হলেন, যিনি ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে গত ১১ আগষ্ট শিক্ষার্থীদের তোপের মুখে পুরো প্রক্টরিয়াল বডিসহ পদত্যাগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।