amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৮ মে ২০২৩

জবিতে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও করণীয় শীর্ষক সভা

আয়দান ইমরান ,জবি প্রতিনিধি:
মে ৮, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে “বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভা শেষে জবি উপাচর্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

আজ ৮ মে (সোমবার) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে ‘বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক ২০২২-২৩অর্থ বছরের ২য় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

তাছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর মুস্তফা কামাল সহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, গ্রন্থাগার,পরিচালক (অর্থ ও হিসাব) এবং পরিচালক (পউও)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।