amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জবিতে নিজ বিভাগে মাস্টার্সে ভর্তিতেও  লিখিত পরীক্ষা!

জবি প্রতিনিধি:
মার্চ ৫, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচ) ছাত্র/ছাত্রীদের আগামী ৯ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ৩০ মার্কের Admission Test (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (৫মার্চ) মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্স গ্রুপ বন্টন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মদ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে আরো বলা হয়েছে যে, Admission Test-এ লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রুপ বন্টন করা হবে। মাস্টার্স -এ চয়েস দেওয়া সকল ছাত্র/ছাত্রীদের যথাসময়ে বিভাগে উপস্থিত হওয়ার জন্য বলা হল।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান  স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচ) ছাত্র/ছাত্রীদের ১৪ ফেব্রুয়ারী হতে মনোবিজ্ঞান বিভাগের অফিস থেকে এম.এসসি চয়েস ফর্ম সংগ্রহ করে ২৭ ফেব্রুয়ারী  সকাল ১০:০০ ঘটিকার মধ্যে জমা দিতে বলা হয়। সেখানে উল্লেখ করা ছিল ভর্তির জন্য গ্রুপ উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীরা ও সে অনুযায়ী চয়েজ লিস্ট পূরণ করে জমা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের পরীক্ষা দিতে হবে সেটা শুরুতে বললেই হত। এখন এই অল্প সময়ে কিভাবে প্রস্তুতি নিব।

অন্য এক শিক্ষার্থী বলেন, ঢাবিতে নিজ বিভাগে ভর্তি হতে তো এমন পরীক্ষা দিতে হয় না৷ তবে আমাদের কেন দিতে হবে।

এবিষয়ে অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, এটা আমদের বিভাগের একাডেমিক সিদ্ধান্ত। ডিসক্লোজ করতে চাচ্ছিনা। চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে পারেন।

মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকরাম উজ্জামান বলেন, আমাদের তিনটা ব্রাঞ্চ আছে সেখানে শিক্ষার্থীরা বেশিরভাগ ক্লিনিক্যাল এ চয়েস দিয়েছে,  এতে অন্য ব্রাঞ্চগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাই সবার পরামর্শে বেসিক কিছু প্রশ্নের পরীক্ষা নিয়ে তাদের ব্রাঞ্চ দিব। এখানে কেউ বাদ পড়বে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।