প্লাজ্যারিজম সনাক্তকরণ কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সভাপতিত্বে ৬ মার্চ (সোমবার) উপাচার্য কনফারেন্স রুমে প্লাজ্যারিজম (Plagiarism) সনাক্তকরণ সফটওয়্যার ব্যবহার সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমফিল, পিএইচডি থিসিসসহ জার্নালে প্রকাশিতব্য প্রবন্ধসমূহের প্লাজ্যারিজম (Plagiarism) সনাক্তকরণের জন্য Turnitinlndia কর্তৃক সরবরাহকৃত iThenticate সফটওয়্যার ০১ বছরের জন্য সাবস্ক্রিপশন করা হয়েছে এবং তা গত ২৭ নভেম্বর ২০২২ তারিখ থেকে কার্যকর হয়েছে। এই ধারাবাহিকতায় Turnitinlndia-এর প্রতিনিধিবৃন্দ অনলাইনে যুক্ত হয়ে iThenticate সফটওয়্যার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্লাজ্যারিজম সনাক্তকরণ কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক অধ্যাপক ড. মোঃ আশরাফ-উল-আলম, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।