amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জবি ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

জবি প্রতিনিধি:
মার্চ ১৯, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগামী দুই বছর মেয়াদে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাজিম উদ্দীনকে সভাপতি এবং লুৎফুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার ১৮ মার্চ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সিনিয়র সহ-সভাপতি করা হয় মোঃ নাজিম উদ্দিন তুষারকে এবং সহ সভাপতি করা হয় শফিকুর রহমান তালুকদার, মোঃ আরিফুর রহমান, মোঃ খলিলুর রহমান, মোঃ খোরশেদ আলম মাসুমা জুঁই, মোঃ মোসলেহ উদ্দিন, নূর মোহাম্মদ, কে এম আজিজুর রহমান, কবির হোসেনকে।

এছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন নূর মোহাম্মদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আসিফ রিয়াজ, রাজিব হোসেন ফাহিম, মুহা. নুরুর রহমান ফরহাদ,মেহেদী বাবু সাবিহা রুবাব, মিথুন শেখ, মোঃ শাওন হোসেন, সরোয়ার জাহান মামুন, আল মাহমুদ মুন্না, মেহেদী হাসান নূর, মিথুন হোসেন জয়, শাওন রিজাল রিপন হোসেন ভূঁইয়া, মাহমুদুল হাসান তমাল, ফারদিন সোহাগ, মোহাম্মদ আলী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় মোঃ মিরাজ হোসেন, মশিউর রহমান দুর্জয়, মোঃ ইমতিয়াজ হোসেন, কাজী ফাহিম ফয়সাল প্রত্যয়, তানভীর আহামেদ তামীম, সোহেল আহমেদ, এস.এম মাসুদ রানা, এস.কে তুষার, রাজিব হোসেন রানাকে।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয় মোঃ কামাল হোসেন, মোসাদ্দেক বিল্লাহ, মোঃ হাসান আহম্মেদ, আব্দুস সালাম, তানজিন জাহান তন্বী, মোঃ ইস্রাফিল, আব্দুল হাকিম সোহাগকে।

উল্লেখ এর আগে গত ১১ই ফেব্রুয়ারী , নির্বাচন সুষ্ঠভাবে সম্পূর্ণ করার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।