amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১০ মে ২০২৫

জাতীয়তাবাদী ওলামা দল ফটিকছড়ি উপজেলার ১১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিতত

প্রেস বিজ্ঞপ্তি'
মে ১০, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বৃহত্তর ফটিকছড়ি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ৮ মে বৃহস্পতিবার বিকাল ৩টায় ফটিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে ত্রি-বার্ষিক কর্মী সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রফিকুল্লাহ হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন বিন নূরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুফতি ইউসূফ, মাওলানা ইউনুস, সাংবাদিক মাওলানা আসগর সালেহী, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, ক্বারি মাওলানা শোয়াইব, মাওলানা সালামত উল্লাহ, মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, হাফেজ মাওলানা আইয়ুব, কারি নাছির উদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুর হাসান বিন দৌলত, মাওলানা মোশারফ, মুফতি মামুন বশর ভূঁইয়া, মাওলানা এমরান, জনাব কাসেম, মাওলানা সুলায়মান, মাওলানা আব্দুল করিম, মাওলানা ইলিয়াস, মাওলানা জুনাইদ সহ অনেকে।

আলোচনা পর্ব শেষে জেলা নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে মুফতি ইউসূফকে সভাপতি, সাংবাদিক মাওলানা আসগর সালেহী ও মাওলানা মোহাম্মদ ইউনুসকে সিনিয়র সহ-সভাপতি, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক এবং হাফেজ মাওলানা আইয়ুব ও মাওলানা নজিরুল ইসলাম (সাংবাদিক)কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ সুলায়মানকে সাংগঠনিক সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার মাধ্যমে স্থানীয় ওলামা সমাজের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।