amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জাবি’র ৬ষ্ট সমাবর্তনের গাউনে ঢাবি’র সিল

আব্দুল্লাহ আল নোমান
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৫শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ট সমাবর্তনের গাউনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিল মারা। নাম জানানোর শর্তে এক শিক্ষার্থী আমাদের মুক্তকণ্ঠকে এই তথ্য দিয়েছেন।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিশ্ববিদ্যালয়টির ৫২ বছরে মাত্র ৫টি সমাবর্তন হওয়া নিয়ে সমালোচনা চলছেই। তারই জের ধরে উঠে আসলো আরেক সমস্যা। শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন চলাকালীন সমস্যা, সংক্ষিপ্ত নোটিশে আবেদনের সমস্যা, সমাবর্তনের দিন খাবারের বদলে স্ন্যাকসের সমস্যা এমনকি সমাবর্তনের বক্তা নিয়েও দেখা দিয়েছে অসন্তুষ্টি। সবকিছুর পর এখন গাউনের পিছে ঢাবির লোগো। বিতর্ক যেনো পিছুই ছাড়ছে না এই ৬ষ্ঠ সমাবর্তনের।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানিয়েছেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে সব পুতুল বসে আছে। নুন্যতম কমনসেন্স নেই এদের। যোগ্য মানুষের অভাব। শিক্ষার্থীদের কত স্বপ্ন থাকে সমাবর্তন নিয়ে। এমন জিনিস গুলি আমাদের সেই স্বপ্ন ভেঙ্গে দেয় সাথে কষ্ট দেয়।”

পাশাপাশি রেজিস্ট্রেশন ওয়েবসাইটের কারিগরি ত্রুটি, তথ্য আপলোড না নেয়া, হল ক্লিয়ারেন্সের ভোগান্তি ও আরও অনেক প্রক্রিয়াগত ত্রুটির কারণে নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি অনেক শিক্ষার্থী। এ ছাড়া টাকা দিয়ে পূর্বে মূল সার্টিফিকেট উঠালেও সমাবর্তন রেজিষ্ট্রেশনের জন্য পুনরায় বাড়তি টাকা লাগায় অনেকে রেজিষ্ট্রেশন করেননি বলে জানান।

উল্লেখ্য দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবর্তনে মোট ১৫ হাজার ২১৯ জন গ্রাজুয়েট রেজিষ্ট্রেশন করতে পেরেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতোকোত্তর সম্পন্নকারী ১১ হাজার ৪৪৪ জন, উইকেন্ড প্রোগ্রামের ৩ হাজার ৪৬১ জন ও এমফিল- ডিগ্রির ৩৪ জন ও পিএইচডি সম্পন্নকারী ২৮০ জন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।