amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৩ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জাবি এফইবি’র নেতৃত্বে অরিন-ইউলাদ

adnan
জুন ৩, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) বিজনেস ও কমিউনিকেশনস ক্লাব ফোরাম অফ অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস (এফইবি-জেইউ) এর ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সাজিয়া মাহজাবিন অরিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী শোয়ায়েব ইউলাদ।

 

 

জাবি এফইবি’র নেতৃত্বে অরিন-ইউলাদ

সাজিয়া মাহজাবিন অরিন

 

বৃহস্পতিবার (১ জুন) একবছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

 

May be an image of 1 person

শোয়ায়েব ইউলাদ

 

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী রায়হান ফেরদৌস রুব্বি, ইরফান উল কিবরিয়া এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৮ ব্র্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাফি রহমান। যুগ্ম সম্পাদক পদে মার্কেটিং বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী তানজিয়া মেহনাজ, আরিফা সুলতানা রিতু এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ফাতেমা তুজ জাহরা দায়িত্ব পালন করবেন।

 

কাউন্সিল সদস্য হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী একা রানী রায়, মার্কেটিং বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ইফাত আমিন ও রুবাইয়াত ওমর যীশু, প্রিয়া সাহা।

 

কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সাবিকুন নাহার কাজল, সহ-কোষাধ্যক্ষ হয়েছেন আফ্রিদা তাহাসিন (ম্যানেজমেন্ট ৪৯), হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন পদে মোঃ জাওয়াদ বিন কালাম (ফিন্যান্স ৪৯), হেড অফ অপারেশনস পদে মো. শারতাজ আরেফিন খান (মার্কেটিং ৪৯), হেড অফ কমিউনিকেশনস পদে রওশান তাসনিম (মার্কেটিং ৪৯) এবং হেড অফ প্রোমোশন পদে তানজিনা আক্তার (ফিন্যান্স ৪৯) দায়িত্ব পালন করবেন।

 

এছাড়া, কমিটিতে ৪টি ক্যাটাগরিতে ১১জন কার্যকরী সদস্য রয়েছেন। অ্যাডমিনিস্ট্রেশনে থাকা তিনজন কার্যকরী সদস্য হলেন জান্নাতুন নেসা অদিতা (ম্যানেজমেন্ট ৪৯), আসিফ ইকবাল (ম্যানেজমেন্ট ৪৯) এবং রিমা আক্তার (মার্কেটিং ৪৯)।

অপারেশনসে থাকা তিনজন কার্যকরী সদস্য হলেন তুহিন আহমেদ শান্ত (একাউন্টিং ৪৯), মেশান শিকদার (ম্যানেজমেন্ট ৪৯), কাজী মো: নাঈম (ম্যানেজমেন্ট ৪৯)।

 

আরও পড়ুনঃ  বুক রিভিউ: ইন্দুবালা ভাতের হোটেল

 

কমিউনিকেশনসে থাকা তিনজন কার্যকরী সদস্য হলেন- মাহিদুল হাসান তাহসিন (ম্যানেজমেন্ট ৪৯), শারমিন শান্তা (ফিন্যান্স ৪৯), মরিয়ম আক্তার লামিয়া (ফিন্যান্স ৪৯)।

প্রোমোশনে থাকা দুইজন কার্যকরী সদস্য হলেন সিলমুন আক্তার নিপুন (ম্যানেজমেন্ট ৪৯) এবং যুক্ত মনন (আন্তর্জাতিক সম্পর্ক ৪৯)।

 

উল্লেখ্য যে, ২০১৪ সালে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের হাত ধরে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্পোরেট দুনিয়ায় শিক্ষার্থীদের মানিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে এফইবি-জেইউ। এই লক্ষ্য সামনে রেখে বিগত ৬ বছরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নানান সেমিনার, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও বিজনেস কম্পিটিশন আয়োজন করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বিজ-কিউ, বইবাজার ডট কম, ক্যারিয়ার র‍্যাগিং, প্রজেক্ট হাউ জব এক্সপো, প্রোডেক্স ইত্যাদি উল্লেখযোগ্য। আয়োজনগুলোতে ক্লাবটি কাজ করেছে সুপারসাইন কেবলস, ড্যাফোডিল গ্রুপ, বাংলালিংক, ইস্টার্ন ব্যাংক, রবি আজিয়াটা, রেকিট বেঙ্কিজার, বিকাশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও ইউনিলিভারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। সর্বোপরি প্রতিষ্ঠানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

 

আরও পড়ুন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের

১৭ হাজার কোটি টাকা আমানত কমে যাওয়ার পরও ৬১৭ কোটি টাকা মুনাফা ইসলামী ব্যাংকের

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।