জামালপুরে দরিদ্র বর্গাচাষীর জমির পাকা ধান কেটে মাড়াই করে দিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আহবানে কৃষকের ফসলি ধান কেঁটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার অংশ হিসাবে সদর উপজেলা (পূর্ব শাখা) স্বেচ্ছাসেবক লীগ এ ধান কাঁটা কর্মসূচীর আয়োজন করে।
বুধবার দুপুরে উপজেলার লক্ষীরচরে ধান কাঁটা কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, সাধারন সম্পাদক নাজমুল আহসান জনি, সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম-সাধারন সম্পাদক রানা সর্দার, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পূর্ব শাখার আহবায়ক জিয়া উদ্দিন, যুগ্ম-আহবায়ক মমিনুর রহমান, লরেন প্রমুখ।
এসময় লক্ষীরচরের বারুয়ামারী এলাকার হতদরিদ্র বর্গা ধান চাষী আলম মিয়ার ১ বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেন উপস্থিত নেতৃবৃন্দ।