সন্ত্রাসী হামলায় নিহত নির্ভিক সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলার কর্মরত সাংবাদিকরা বুধবার দুপুরে জামালপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।
এ সময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
বক্তারা সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশীট প্রদান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর এবং নিহত সাংবাদিক নাদিমের পরিবারের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহনের দাবি জানান।
এ ছাড়াও সাংবাদিক নেতারা খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।