জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যার সাথে জড়িত সকলের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেছে জামালপুর প্রেসক্লাব।
আজ বিকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন বক্তারা। গোলাম রব্বানী নাদিম একাত্তর টিভি’র বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমে’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, গতকাল বুধবার রাত ১০ টার দিকে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু’র সন্ত্রাসী বাহিনী। পরে মৃত ভেবে অচেতন নাদিমকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাংবাদিক নাদিমকে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার বেগতিক দেখে পরে ওইদিন রাতে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য নাদিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে মারা যায় সে।
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিমকে আক্রমনের ঘটনার সিসি টিভি ফুটেজ চেক করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।