amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১২ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর পৌরসভায় মশক নিধন অভিযান

জামালপুর প্রতিনিধি:
জুলাই ১২, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু প্রতিরোধে জামালপুর পৌরসভায় মশক নিধন অভিযান শুরু হয়েছে হয়েছে।

মঙ্গলবার ( ১১ জুলাই) সারাদিন শহরের মিয়াপাড়া, চামড়াগোদাম মোড়, ইকবালপুর,সকাল বাজারের পিছনে, মাতৃসদন রোড,বগাবাইদ সহ বিভিন্ন পয়েন্ট ও বাজারে এ মশক নিধন অভিযান চলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সার্বিক নির্দেশনায় হ্যালো মেয়র টিম এর সমন্বয়কারী মাহমুদুল হাসান অমিত এর ব্যবস্থাপনায় এ মশক অভিযান চলছে।

জামালপুর পৌরসভার কনজার্ভেটিভ ইন্সপেক্টর জানান, এরই মধ্যে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলেছে। এমন পরিস্থিতি জামালপুর ঘটলে তা আরো ভয়াবহ হবে। তাই সারাদেশের মত জামালপুর পৌরসভায় মশা নিধনের সাথে সাথে এডিশ মশার লাভা ধ্বংসেরও ব্যবস্থা নেয়া হয়েছে।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন,বাড়ির আশেপাশে কোনো পাত্রে বা টবে, বিল্ডিং’র ছাদে কিংবা কোনো স্থানে জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়ে ডেঙ্গু রোগের যেন বিস্তার না হয়। সেজন্য সকল নাগরিককে সচেতন থাকতে হবে।জামালপুর পৌরসভায় এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ও জনসাধারণকে সচেতন করে তোলার জন্য পৌরসভার পক্ষ হতে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জামালপুর পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

মো:সজীব খাঁন
জামালপুর।
১১-০৭-২০২৩

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।